অনলাইনে কেনাবেচায় কয়েনবেস ,ইথেরিয়াম এসব নাম না শুনলেও ,অনলাইন ইনকামের দুনিয়ায় বিটকয়েন-এর নাম শোনেনি এরকম মানুষ খুবই কম আছে। এটিকে একথায় বলা যায় ডিজিটাল কারেন্সি বা মুদ্রা।
এই বিটকয়েন ও তার সম্পর্কিত অনলাইন জিনিসগুলোকে নিয়ে কাজ কারবার করাকে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ধরা হয়। আর এই Cryptocurrency-র সঙ্গেই জুড়ে রয়েছে Coinbase।
আজকে আমরা আলোচনা করবো Coinbase নিয়ে বিশদে। কয়েনবেস কি ও কিভাবে কাজ করে কিভাবে কয়েনবেস একাউন্ট তৈরী করবেন সে নিয়ে।
কয়েনবেস কি ?
কয়েনবেস হলো একটি বিশ্বস্ত আমেরিকান কোম্পানি যা কাজ করে মূলত Digital Currency Exchange এর জন্য।
এর মূল সদর দপ্তর রয়েছে ক্যালিফোর্নিয়ার সান-ফ্রান্সিসকোতে
২০১২ সালের জুন মাসে Brian Armstrong ও Fred Ehrsam কয়েনবেস প্রতিষ্ঠা করেন। বর্তমানে পৃথিবীর বহু দেশে এটিকে ব্যবহার করা হচ্ছে Currency Exchange এর জন্য।
Coin-base এ একাউন্ট তৈরী (Create Coin-base Account)
- কয়েনবেস-র মূল ওয়েবসাইট এ যান >Get Started এ ক্লিক করুন
- সবচেয়ে আগে User Agreement এবং Privacy Policy খুব ভালো করে পড়ুন। তারপর Personal Details Fill-up করে User Agreement Box এ ক্লিক করে Create Account ক্লিক করুন
- এরপর আপনার Verify Your Email নামের একটি পেজে নিয়ে যাবে .আপনার Gmail খুলে আপনার একাউন্টটি ভেরিফাই করতে হবে
- পরের পেজে Individual সিলেক্ট করে ফোন নাম্বার যোগ করতে হবে
- কারেন্সি কেনার জন্য আপনার Debit বা Credit Card যোগ করতে হবে এবং পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা Photo Id কোনো একটির মাধ্যমে Verify করতে হবে
- এরপর আপনাকে পেমেন্ট মেথড যোগ করতে হবে।
Coinbase কিভাবে কাজ করে (How Coin-base Works)
কয়েনবেস মূলত দুটো কাজ করে –
1. GDAX
কথাটির পুরো নাম Global Digital asset Exchange অর্থাৎ কয়েনবেস পুরো পৃথিবী জুড়ে যেসব ডিজিটাল কারেন্সি বা মুদ্রা রয়েছে সেগুলো এক মুদ্রা থেকে অন্য মুদ্রায় পরিবর্তন করে। কয়েনবেস যেসব মুদ্রা এক্সচেঞ্জ করে তার মধ্যে রয়েছে –
- বিটকয়েন-Bitcoin
- বিটকয়েন ক্যাশ-Bitcoin Cash
- ইথেরিয়াম-Ethereum
- লাইটকয়েন-Litecoin
2. Offer API
API কথাটির পুরো নাম Application Programming Interface। কোম্পানির কাছে যে ডাটা রয়েছে কোম্পানি তা অন্যান্য ডেভেলপারদের Application বা Website এ দেখানোর জন্য ডেভেলপারদের API Key বিক্রি করে বিভিন্ন দামে যাতে তারা ওই API Keyর মাধ্যমে সুরক্ষিত ভাবে ডাটা পেতে পারে।