সরল কোন কাকে বলে
আজ আমরা জেনে নেব সরল কোন কাকে বলে (straight angle)।
সরলকোন হল কোনের প্রকারভেদ করলে তারই একটি প্রকার।
সরল কোন কাকে বলে
সংজ্ঞা – একটি বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে দুটি রেখা টানা হলে ওই বিন্দুতে রেখার দুইপাশে যে কোন উৎপন্ন হয় তাকে সরল কোন বলে। একটি সরল কোনের মান দুইটি সমকোণের যোগফলের সমান হয় অর্থাৎ ১৮০ ডিগ্রী।
আমরা জানি একটি রেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, ওই রেখার উপর একটি বিন্দু কল্পনা করলে ওই লেখাটির দু’পাশে দুটি কোণ তৈরি হয় যার মান 180 ডিগ্রি ।
একটি বাহুর মাঝে একটি বিন্দু ধরা হলো, এখন ওই বিন্দুতে কোণের মান হবে ১৮০ ডিগ্রী, কেন হবে? কারণ একটি কোণের সর্বোচ্চ মান 380 ডিগ্রী এবং সেটি সমান দু’ভাগে ভাগ করেছে সরলরেখার উপরে একটি এবং নিচে একটি। সুতরাং 360/2 = 180
সবশেষে,
আজ আমরা জানলাম ,সরল কোন বা straight angle কি বা কাকে বলে।
পড়ুন – কোন কাকে বলে