লিপ ইয়ার কাকে বলে,কিভাবে বের করে?
আপনি যদি লিপ ইয়ার কাকে বলে, লিপ ইয়ার কিভাবে বের করে,লিপ ইয়ার কেন হয় ,লিপ ইয়ার নির্ণয় করার শর্ত , লিপ ইয়ারের দিন সংখ্যা কত সে সম্পর্কে কোনো কিছুই জানেন তবে আজ এই আর্টিকেল এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন ।
লিপ ইয়ার কাকে বলে
সাধারণত ইংরেজি বছর অনুযায়ী February মাসের দিনসংখ্যা হয় 28।
বছরটি যখন 366 দিন হয় তখন সেই বছরটিকে লিপইয়ার(leap year ) বা অধিবর্ষ বলা হয়
লিপিয়ার প্রচলনের ইতিহাস (history behind leap-year )
প্রাচীনকালে সবচেয়ে বড় সাম্রাজ্য গুলির মধ্যে রোম সাম্রাজ্য ছিল অন্যতম।
এই রোমান সমাজে 355 দিনের ক্যালেন্ডার এর প্রচলন ছিল এবং প্রতিটি মাস 22/23 দিন হিসেবে ধরা হতো।
এছাড়াও দুই বছর অন্তর অন্তর একটি বিশেষ ঋতুতে উৎসবেরও আয়োজন করা হতো।
যাকে লিপ ইয়ার এর জনক হিসেবে ধরা হয় তিনি হলেন জুলিয়াস সিজার।
এই জুলিয়াস সিজার রোমান সম্রাট হলেও মিশর জয় করার পর তিনি রোমান ও মিশরীয় ক্যালেন্ডারকে এবং তার সঙ্গে সংস্কৃতিতেও মিশ্রণ ঘটান
সেই সময়কার আলেকজান্দ্রিয়ার জ্যোতির্বিদ সসিজিনেসের গণনা অনুযায়ী জুলিয়াস সিজার 365 দিনে বছর ধরা শুরু করেন।
পরে তিনি পুরো ব্যাপারটিকে আরো সহজ করে প্রতি চার বছর অন্তর দ্বিতীয় মাসে একটি দিন বাড়িয়ে ধরতে শুরু করেন। এখান থেকেই লিপ ইয়ারের জন্ম হয় ।
লিপ ইয়ার কেন হয়
- আহ্নিক গতি
- বার্ষিক গতি
পৃথিবী তার কক্ষপথে সূর্যকে এক পাক ঘুরে আসলে সেই ঘূর্ণনকে বার্ষিক গতি বলা হয়।
বার্ষিক গতি সাধারণত আমরা 365 দিন ধরেই বা এক বছর ধরে নিই।
এখন এই 6 ঘন্টা গুলো প্রতি চার বছর অন্তর জমা হতে হতে 24 ঘন্টা হয়ে দাঁড়ায় যা কিনা একদিনের সমান সুতরাং ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করা হয়।
লিপ ইয়ার কিভাবে বের
কিন্তু সেক্ষত্রে 6 ঘন্টার হিসেব মেলেনা তাই 4 দিয়ে ভাগ গেলেও সেটিকে লিপ ইয়ার ধরা হয় ।
লিপ ইয়ার নির্ণয় করার শর্ত
লিপ ইয়ারের দিন সংখ্যা কত
পরবর্তী লিপ ইয়ার কবে কবে হবে
আজকের আর্টিকেলে আমরা জানলাম , লিপ ইয়ার কাকে বলে, লিপ ইয়ার কিভাবে বের করে, লিপ ইয়ার কেন হয় , লিপ ইয়ার নির্ণয় করার শর্ত, লিপ ইয়ারের দিন সংখ্যা কত সে সম্পর্কে সব কিছু। আশা করি আজকের আর্টিকেলটির মাধ্যমে leap year নিয়ে সবকিছু বুজতে পেরেছেন।
পড়ুন – গোলক কাকে বলে?