বিন্দু (point) কাকে বলে ?
আজ আমরা সহজভাবে জেনে নেবো বিন্দু কাকে বলে, বিন্দু কয় প্রকার, প্রান্ত বিন্দু কাকে বলে, কৌণিক বিন্দু কাকে বলে, শীর্ষ বিন্দু কাকে বলে, সমরেখ বিন্দু কাকে বলে, বিন্দুর বৈশিষ্ট্য কি এই নিয়ে বিস্তারিত।
বিন্দু কি
জ্যামিতিক আকার অনুযায়ী যদি দেখা যায় আমরা দেখতে পাবো বিন্দুর কোনো আকার আকৃতি নেই। আমরা পেন, বা পেন্সিলে একটি দাগ দিলেই সেটি বিন্দু।
তাহলে আজ আমরা বিন্দুর সংজ্ঞাটা জেনে নিই
বিন্দু কাকে বলে
জ্যামিতিক বিচারে, সম্ভাব্য সবচেয়ে ছোট,যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা বা আকৃতি কিছুই নেই তাকে বিন্দু বলে।
বিন্দুর প্রকারভেদ
জ্যামিতিতে বিন্ধুকে বিভিন্ন উপায়ে ভাগ করা যেতে পারে, যেমন – প্রান্ত, কৌণিক বা শীর্ষ, রেখা বিন্দু ইত্যাদি
প্রান্ত বিন্দু কাকে বলে
আমরা জানি একটি রেখা অনেক বিন্দু দিয়ে তৈরি। এখন আমরা জানি প্রান্ত মানে শেষ
তাহলে, কোন রেখার শেষে যে বিন্দু দুটি থাকে তাকে ওই রেখার প্রান্ত বিন্দু বলে
কৌণিক বিন্দু কাকে বলে
একটি কোনের দুটো বাহু যেখানে মিশে একটি কোণ তৈরি করে সেই কোনের বিন্দুটিকে কৌণিক বিন্দু বলে।
শীর্ষ বিন্দু কাকে বলে
কৌণিক বা শীর্ষ বিন্দু জিনিসটা পুরোটায় একই। চতুর্ভুজের ক্ষেত্রে বাহু গুলো যেখানে মিশে বা একটি ত্রিভুজের বাহুগুলো যে জায়গায় মেশে তাকে শীর্ষ বিন্দু বলে
সমকৌণিক বিন্দু কাকে বলে
আমরা যদি দুটি রেখা দিয়ে সমকোণ আঁকি তাহলে যে বিন্দুতে একটি বাহুতে লম্ব হয়ে অন্য বাহুটি একটি সমকোণ তৈরি করে সেই বিন্দুটিকে সমকৌণিক বিন্দু বলে
বহিঃস্থ বিন্দু কাকে বলে
কোনো একটি জ্যামিতিক চিত্রের সাপেক্ষে যেমন ত্রিভুজের সাপেক্ষে যদি ত্রিভুজের বাইরে অবস্থানকারী বিন্দুকে বহিঃস্থ বিন্দু বলে।
অসমরেখ বিন্দু কাকে বলে
যেসব বিন্দুগুলি একটি তলে বা রেখায় অবস্থান করেনা তাদের অসমরেখ বিন্দু বলে।
সমরেখ বিন্দু কাকে বলে
আমরা জানি সরলরেখা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। এখন একটি সরলরেখায় একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে
বিন্দুর মাত্রা
বিন্দুর যেহেতু কোনো আকার আকৃতি নেই তাই বিন্দুর মাত্রা শুন্য বা কোনো মাত্রা নেই
বিন্দুর বৈশিষ্ট্য কি ?
- বিন্দু হল জ্যামিতির সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক
- বিন্দুর অবস্থান আছে কিন্তু আকার আকৃতি নেই
- বিন্দুর কোনো মাত্রা নেই
- দ্বিমাত্রিক তলে বিন্দুর অবস্থান আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে যা প্রকাশ করা হয় (x,y) দিয়ে
- ত্রিমাত্রিক তলেও বিন্দুর অবস্থান আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে যা প্রকাশ করা হয় (x,y,z) দিয়ে
- বিন্দু সোজা বা বক্র পথে সরতে থাকলে সরলরেখা বা বক্ররেখার সৃষ্টি হয়।
সবশেষে,
আজ আমরা জেনে নিলাম বিন্দু কাকে বলে, বিন্দু কয় প্রকার, প্রান্ত বিন্দু কাকে বলে, কৌণিক বিন্দু কাকে বলে, শীর্ষ বিন্দু কাকে বলে, সমরেখ বিন্দু কাকে বলে, বিন্দুর বৈশিষ্ট্য কি এই নিয়ে বিস্তারিত।
আরও জানতে নিচে কমেন্ট করুন
একটি কোণের কয়টি শীর্ষবিন্দু আছে ?
একটি কোনের ১টি শীর্ষবিন্দু আছে
একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে ?
একটি ত্রিভুজের ৩টি শীর্ষবিন্দু আছে
বিন্দুর মাত্রা কি ?
বিন্দুর যেহেতু কোনো আকার আকৃতি নেই তাই বিন্দুর মাত্রা শুন্য
বিন্দু কাকে বলে ?
সম্ভাব্য সবচেয়ে ছোট,যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা বা আকৃতি কিছুই নেই তাকে বিন্দু বলে।
পড়ুন – কোণ কাকে বলে
Hello !! আমি প্রিয়ব্রত, আমি এই ওয়েবসাইটের মাধ্যমে আমার অভিজ্ঞতা আপনাদের জানিয়ে থাকি আর্টিকেলের মাধ্যমে। এইখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর লেখা আর্টিকেল পাবেন যেগুলো আমি সহজ করে বোঝাতে চেষ্টা করে থাকি