আপনাকে কি কি থাকতে হবে
- আপনার জমি কোন জেলায় রয়েছে (District)
- আপনার জমি ওই জেলার রয়েছে কোন ব্লকে (Block)
- জমির মৌজার নাম (Mouza) বা জে এল নাম্বার (JL No)
- জমির খতিয়ান ও দাগের তথ্য (Khatian /Plot information)
Banglarbhumi তে দাগের তথ্য কিভাবে দেখবেন
১ম ধাপ
গুগলে ” Banglarbhumi ” লিখে সার্চ করুন। এরপর এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন সেটি ক্লিক করে বাংলার ভুমি ওয়েবসাইটের ভেতর ঢুকুন এবং যদি এতকিছু বুঝতে না পারেন নিচে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন
২য় ধাপ
Banglarbhumi সাইটে ঢুকে উপরে ২য় নাম্বার বা Know your properties বাটনটি চাপুন
৩য় ধাপ
এরকম একটি ফর্ম আসবে, যেখানে প্রথমে আপনার কাছে থাকা District বা জেলা, এরপর Block বা ব্লক এবং তারপর Mouza বা মৌজা ভরে দিন
৪র্থ ধাপ
আপনার কাছে যদি Dag বা Plot Number (দাগ নম্বর ) থাকে তাহলে Plot Numberএর পাশের গোলটি ক্লিক করুন অথবা Kantian Number ( খতিয়ান নম্বর ) থাকলে খতিয়ানের গোলটি ক্লিক করুন
এরপর খতিয়ান বা দাগ নাম্বার ভরুন, যদি বাটা দাগ থাকে তাহলে / এর পরের ঘরে বসান
নীচের কাপচ্যার ঘরটিতে পাসে দেখান ইংরেজি অক্ষর ও নম্বরগুলি বা দিকের ঘরে বসান হুবহু যা আছে, যদি বুঝতে না পারেন নতুন কোড জেনারেট করুন সবুজ অংশটি ক্লিক করুন
শেষে নীল রঙের “View” বাটন চাপুন আপনার জমির রেকর্ড দেখতে
উদাহরণ
আমি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের রামচন্দ্রপুর মৌজা ভরেছি, ওই মৌজাটির JL Number হল ৫। এখন আমি খতিয়ান হিসাবে না দেখে, দাগ হিসাবে ১২৫ দাগটির ব্যাপারে জানবো সেটি কার নামে আছে, কত পরিমান জায়গা রয়েছে জানবো
সেজন্য আমি প্লট এ ক্লিক করে দাগ নম্বরটি ভরেছি এবং পাসে দেখানোর ছবিটির মত হুবহু বাম দিকে বসিয়েছি এবং শেষে নীল রঙের “View” বাটন চেপেছি।
যার ফলস্বরূপ আমি দেখতে পাচ্ছি ১২৫ নাম্বার দাগটি ” বাইদ” শ্রেণীর এবং সেটি পরিমান এবং কাদের কাদের নামে কত পরিমানে আছে
ফোনে – Banglarbhumi তে দাগের তথ্য কিভাবে দেখবেন
- জমির তথ্য অ্যাপ ডাউনলোড করুন – Jomir Tothya
- বাংলা বা ইংরেজি ভাষা ক্লিক করুন
- আপনার কাছে খতিয়ান বা দাগের তথ্য থাকলে সেই অনুযায়ী অপশন সিলেক্ট করুন
- জেলা, ব্লক, মৌজা ভরুন
- একই ভাবে খতিয়ান বা দাগ ভরে সাবমিট করুন
Khatian and Plot information In Banglarbhumi
সবশেষে,
আজ আমি জানালাম বাংলার ভূমি দাগের তথ্য কিভাবে দেখে সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই সম্পর্কিত কিছু জানতে চান নিচে কমেন্ট করে জানান
Thanks