প্রিন্টার এর কাজ কি (Functions of printer)
এখনো যদি আপনি না জেনে থাকেন আজকের আর্টিকেলে জানবো প্রিন্টার এর কাজ কি ?
প্রিন্টারের কাজকে মূলত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-
Personal use –
বাড়ির বিভিন্ন কাজে যেমন email printing ,documents printing ,greetings কার্ড প্রিন্টিং এরকম বহু ছোট খাটো personal use এর জন্য ইঙ্কজেট প্রিন্টার গুলো খুবই বেশি পরিমানে ব্যাবহৃত।
এগুলো নির্দিষ্ট গতিতে কম সংখক high quality print করার জন্য special ভাবে design করা হয়।
Business purpose –
ব্যাবসায়িক ভাবে ব্যাবহৃত প্রিন্টারগুলো খুবই চওড়া ও বড় হয়ে থাকে। বিভিন্ন ধরণের flex, poster, hoarding প্রভৃতি তৈরী বা ফটো studio তে খুবই বেশি পরিমানে ব্যাবহৃত হয়।
Business purpose এ ব্যাবহৃত প্রিন্টার গুলোর রঙের কার্টিলেজগুলো একটু আলাদা ধরণের design এর হয়ে থাকে কারণ তাতে বেশি রং রাখা যায় ও heating issue থেকে বাঁচা যায়।
General purpose –
general purpose এ ব্যাবহৃত প্রিন্টারগুলো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়
- Education – শিক্ষা ক্ষেত্রে notes printing ,অন্যান্য ডকুমেন্টস প্রিন্টিং এর কাজেও প্রিন্টার ব্যাবহৃত হয়।
Office – অফিসের কাজে প্রিন্টার বহুল ব্যাবহৃত - Designing – architecture,engineering প্রভৃতি কাজে project design করার জন্য প্রিন্টার খুবই গুরুত্তপূর্ন
পড়ুন – প্রিন্টার কি? কত-প্রকার ?