আজকের দিনে ডিজিটাল মার্কেটিং শুরু করার পিছনে অনেক কারন ও তার সুবিধা রয়েছে। বর্তমানে মার্কেটিং এর জগতে ডিজিটাল মার্কেটিং অনেক বেশি গুরুত্ব পাচ্ছে
আজ আমরা আলোচনা করব মুলত ডিজিটাল মার্কেটিং এর সুবিধা গুলি নিয়ে বিশদে
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা (Advantages Of Digital Marketing In Bengali)
1. সবার হাতে মোবাইল
এখন বর্তমানে সবার হাতেই মোবাইল তাই আপনার প্রোডাক্ট যাচাই করে তারা কিনতে পারে, এছাড়া আপনার প্রোডাক্ট জনপ্রিয় হলে তার রিভিউ ও চেক করার সুযোগ রয়েছে, যা বিশ্বাসের একটি বড় কারন
2. অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়
গতানুগতিক মার্কেটিং এর ক্ষেত্রে এর বড় একটি সুবিধা হল আপনি খুব তাড়াতাড়ি সাফল্য লাভ করতে পারবেন এবং আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন আপনার জিনিস নিয়ে ডিজিটাল মাধ্যমে
3. চটকদার, প্রলুব্ধ করে এমন অ্যাড দেওয়া যায়
ডিজিটাল মার্কেটিংএ বিভিন্ন রকম উপায়ে চটকদার, প্রলুব্ধ করে এমন অ্যাড দেওয়ার সুযোগ রয়েছে। এটা কাস্টমারকে অনেক বেশি আকর্ষণ করে
4. কনভার্সন রেট বেশি
এখানে একটি বড় ফ্যাক্টর হল interest based target, যেটি ডিজিটাল মার্কেটিঙের বড় অস্ত্র। আপনি যদি সেই সব কাস্টমারের কাছে অ্যাড দেখান যারা ওই সম্পর্কিত জিনিস পছন্দ করে। তাহলে কেনার চান্স বেড়ে যায় ফলে conversion rate বাড়বে, আপনাকে যাদের ইন্টারেস্ট নেই তাদের অ্যাড দেখানোর টাকাও বেঁচে যাবে
5. Growing Stage
এটা বর্তমানে growing stage-এ রয়েছে। যেকোনো জিনিসই growing stage থেকে শুরু করতে পারলে saturated stage এ অনেক সুবিধা লাভ করা যায়, আর অভিজ্ঞতা থাকলে ডিম্যান্ডও অনেক বাড়ে
6. International Customer targeting
এক্ষেত্রে আপনি খুব সহজে International Customer ধরতে পারবেন কারন এটি কোনো গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ নয় তাই ব্যবসাকে International করার সুযোগ রয়েছে
7. মার্কেট পারফরম্যান্স
এর মাধ্যমে আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন পরবর্তী মার্কেট কেমন হতে পারে কারন ডাটা আপনার হাতে, এছাড়া মার্কেট অ্যানালাইসিস করার সুযোগ থাকে, যেটা পুরনো মার্কেটিং এর ক্ষেত্রে থাকেনা বললেই চলে
8. একটা সময়ে শিফট করতেই হবে
আরও কিছু বছর গেলে Traditional বা গতানুগতিক মার্কেটিং করার ব্যাপারটি অনেক বেশি কমে যাবে কারন এখন সমস্ত কিছুই ইন্টারনেট কেন্দ্রিক হয়ে উঠছে, তাই একটা সময় আপনাকে ব্যবসা ইন্টারনেট কেন্দ্রিক করতে হবেই
9. কাস্টমারকে ট্র্যাক করা যায়
ডিজিটাল মার্কেটিং দিয়ে কাস্টমারকে ট্র্যাক করা যায়। তার ইমেল, ফোন নং ইত্যাদি ডাটা দিয়ে তাকে ট্র্যাক করা খুব সহজ
10. খরচ অনেক কম
ডিজিটাল মার্কেটিং অন্যান্য পুরনো মার্কেটিং ধারনার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আপনার খরচ কম হবে কারন খুব কম লোকই এই ধারনার উপর কাজ করছে বর্তমানে
11. অনেক বেশি বিশ্বাসযোগ্য
এক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা ব্যাবসা যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে কাস্টমারের কাছে অনেক বেশি ভালো ফল করবে, সে পরবর্তী জিনিস কেনার আগে আপনার কথা একবার হলেও ভাববে, সে তার বন্ধুমহলে জিনিসটি ফ্রিতেই প্রমোট করবে
12. লাভ অনেক বেশি
অন্যান্য পদ্ধতির সাথে তুলনা করলে ডিজিটাল মার্কেটিং করে লাভের পরিমান অনেক বেশি হয়ে থাকে
সবশেষে ,
আজ আমরা জেনে নিলাম কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলি নিয়ে বিশদে। এই বিষয়ে আরও কিছু জানতে নিচে লিখতে ভুলবেন না
This post is very nice.
thanks ! stay tune
Excellent idea, keep it doing.
thanks ! stay tune
Good idea bro. Thanks for sharing.
Great, Excellent bro
thanks a lot