আগের আর্টিকেলে আপনি জেনেছেন প্রিন্টার কত প্রকার ও কি কি এই আর্টিকেলে আপনি জানবেন প্রিন্টারের যে দুটি ভাগ রয়েছে তার মধ্যে ইমপ্যাক্ট প্রিন্টার কি?
ইমপ্যাক্ট প্রিন্টার কি বা কাকে বলে
প্রিন্টারের কাজ হলো কোনো কাগজের উপর প্রিন্ট করা। এখন প্রিন্টের যে অংশটি প্রিন্ট করে থাকে তাকে প্রিন্ট হেড বলে। যে সব প্রিন্টারে প্রিন্ট হেড কাগজ স্পর্শ করে ধাক্কা মেরে মেরে প্রিন্ট করে তাকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।
এটি একটি কাগজের উপর একটি কালিযুক্ত ফিতে বসিয়ে হাতুড়ি বা পিন দিয়ে আঘাত করে অক্ষর বা চিত্র তৈরি করে।
এধরণের প্রিন্টার খুব ধীরে প্রিন্ট হয় এবং প্রিন্ট করার সময় শব্দ ও খুবই বেশি হয়। এছাড়া রেসল্যুশন ও খুবই কম হয়ে থাকে।
এগুলো দু ধরণের হয় –
1. লাইন প্রিন্টার
নাম শুনে বুঝতেই পারছেন ,এই ধরণের প্রিন্টার ব্যবহার করা হয় লাইন প্রিন্টিং এর কাজে। এক মিনিটের একশো থেকে হাজার অবধি লাইন প্রিন্ট করতে পারে এগুলো। সুতরাং এগুলো একটু দ্রুত গতির হয়ে থাকে।
এগুলোকে ভাগে ভাগ করা যায় –
- চেন প্রিন্টার
- ড্রাম প্রিন্টার
2. Character প্রিন্টার বা বর্ণ প্রিন্টার
এই ধরণের প্রিন্টার গুলোয় এক একটি বর্ণ ছাপা হয়ে থাকে। এগুলো খুবই ধীর গতির হয়ে থাকে। এবং দামেও সস্তা পড়ে অনেক।
এগুলো দু ধরণের হয় –
- ডেইজি হুইল প্রিন্টার
- ডট ম্যাট্রিক্স প্রিন্টার